/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা: নানুরে ফের রক্তপাত। শুক্রবার রাতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দার, যাঁকে দোদন নামেও চেনেন স্থানীয়রা। অভিযোগ, ধারালো অস্ত্র, লোহার রড ও শাবল দিয়ে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। তাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক।
ঘটনাটি ঘটে পাতিছাড়া গ্রামের নাটমন্দিরে। রাতে গ্রামবাসীরা আড্ডা দিচ্ছিলেন। সেই সময় আচমকা দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সুযোগে একদল দুষ্কৃতী হামলা চালায়। রাসবিহারীকে মাটিতে ফেলে নির্বিচারে রড ও শাবল দিয়ে আঘাত করতে থাকে। তাঁকে বাঁচাতে গেলে আরও পাঁচজন আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাসবিহারীকে মৃত ঘোষণা করেন। আহতদের মঙ্গলকোট ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000066632.webp)
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউ প্রতিরোধ করার সুযোগ পাননি। হামলাকারীরা মুহূর্তে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন চাপা উত্তেজনা। মৃতের ছেলে মানব সর্দার জানান, “পার্টি অফিস থেকে বেরিয়ে বাবা নাটমন্দিরের কাছে এসেছিলেন। তখনই কয়েকজন রড-শাবল দিয়ে হামলা করে। বাবা ঘটনাস্থলেই মারা যান। আমরা এফআইআর করেছি। বাবার হত্যাকারীদের শাস্তি চাই।”
পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদের জেরেই এই হামলা। অভিযুক্তদের খোঁজে চলছে গ্রামজুড়ে তল্লাশি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক রংও খুঁজে পাচ্ছেন অনেকেই। অশান্তি এড়াতে গ্রামে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us