/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: শ্রীরামপুরের পিয়ারাপুরের কাছে দিল্লি রোডে কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক পুলিশকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে গেল একটি বেপরোয়া গাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ভয়ঙ্কর সেই মুহূর্ত।
ট্রাফিক পুলিশ কর্মী সরোজকুমার দাস তখন রাস্তায় দায়িত্বে ছিলেন। কলকাতার দিক থেকে বর্ধমানমুখী একটি গাড়ি প্রচণ্ড গতিতে আসছিল। সরোজবাবু হাত তুলে গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি না থেমে উল্টে তাঁকেই জোরে ধাক্কা মেরে এগিয়ে যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/rYqZEsN920tthZYyPIOO.jpg)
আহত অবস্থায় সরোজকুমার দাসকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি রোডে এভাবে কর্তব্যরত পুলিশকে ধাক্কা মেরে পালানোয় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us