হাওড়াতে রামনবমী উপলক্ষে বড় বড় মিছিল! উত্তেজনা নিয়ে কী বলছেন পুলিশ কমিশনার

হাওড়াতে রামনবমী উপলক্ষে একাধিক মিছিল বের হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
owrah police commisioner


নিজস্ব সংবাদদাতা: হাওড়াতে রামনবমী উপলক্ষে একাধিক মিছিল বের হয়। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেছেন, "দুটি প্রধান মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং  জেলার সমস্ত মিছিল সম্পূর্ণরূপে চলছে। সবগুলিই শান্তিপূর্ণ ছিল। পুলিশের খুব জোরালো ব্যবস্থা ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জনসাধারণ আমাদের সাথে অনেক সহযোগিতা করেছেন।"

ram navami 2