দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড নিয়ে বড় টুইট করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ! কড়া পদক্ষেপের আর্জি জানালেন মমতা ব্যানার্জিকে

কি টুইট করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Mamata

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ওড়িশার এজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে, এবার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্জি জানিয়েছেন। আজ একটি টুইট বার্তায় তিনি লেখেন,''পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ওড়িশার এক ছাত্রীর গণধর্ষণের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং বেদনাদায়ক। এই খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জোরালোভাবে আর্জি জানাচ্ছি যে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।"

Rape

এর পাশাপাশি তিনি লেখেন,''আমি আমার রাজ্যের সিনিয়র আধিকারিকদের নির্দেশ দিয়েছি যে তাঁরা যেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ওড়িশা সরকারের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করা হবে।"