সীমান্তের যুদ্ধ জয়, এবার ভোটের ময়দানে—আলিপুরদুয়ারে মোদির বারুদের ভাষণ?

বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথমবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি।  আলিপুরদুয়ার শহরে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি।

কাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী মোদির সভা অনুষ্ঠিত হবে। শহরের প্রধান প্রধান রাস্তায় ইতিমধ্যেই মোদির বিশাল কাটআউটে ছেয়ে গেছে গোটা এলাকা। প্রতিটি মোড়ে মোড়ে বিজেপির পতাকা, ব্যানার ও হোর্ডিং—সবখানেই অপারেশন সিঁদুরের সাফল্য এবং প্রধানমন্ত্রীর ছবি তুলে ধরা হয়েছে।


Modi

বিশেষ করে বক্সা ফিডার রোড সম্পূর্ণভাবে বিজেপির রঙে রঙিন হয়ে উঠেছে। প্যারেড গ্রাউন্ডে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, চলছে আলোর, শব্দের ও নিরাপত্তার ব্যবস্থা। জেলা নেতৃত্বের দাবি, “অপারেশন সিঁদুরে দেশের সাহসী অবস্থান তুলে ধরার জন্যই এবার মোদির জনসভা ঐতিহাসিক হয়ে উঠবে।”

নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে গোটা শহরে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।