নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের সময় মিঠুন চক্রবর্তী তাঁর সিনেমার ডায়লগ দিয়েছিলেন। সেই ডায়লগ নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছিল। ডায়লগটা ছিল, 'আমি জলঢোড়া নই, বেলেবোড়াও নই...'। কিন্তু এবারের নির্বাচনে অনেকটাই সংযত মিঠুন চক্রবর্তী। শনিবার বালুরঘাট লোকসভার কুশমণ্ডিতে বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করেছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, " মারব এখানে ডায়লগটা মনে আছে? ওটাও একটু ঘুরিয়ে বলছি—চিমটি কাটব এখানে, আর লাল পিঁপ়ড়ের মতো জ্বলবে, এখানে ওখানে সেখানে।"
/anm-bengali/media/media_files/FjqVOMMR2KmPeu2P2oRb.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)