পুকুর থেকে উদ্ধার ত্রিপলে মোড়া বালকের দেহ! ক্ষুব্ধ গ্রামবাসীদের মারধরে মৃত্যু অভিযুক্তের আত্মীয়ের

নদিয়ার পুকুর থেকে উদ্ধার করা হল ত্রিপলে মোড়া নিখোঁজ বালকের দেহ।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে একের পর এক রক্তাক্ত ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এক বালকের দেহ রবিবার পুকুর থেকে উদ্ধার হয়। ত্রিপলে মোড়া অবস্থায় দেহটি পাওয়া যায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

অভিযোগ ওঠে, ওই শিশুকে খুন করেছে পাশের বাড়ির প্রতিবেশী। সেই অভিযোগকে কেন্দ্র করে গ্রামবাসীরা চড়াও হয় প্রতিবেশীর বাড়িতে। ভাঙচুর চালানো হয়, এবং প্রতিবেশীর আত্মীয়দের মারধর করা হয়। এই হামলায় গুরুতর জখম হন দু’জন। পরে তাঁদের মৃত্যু হয়।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

গ্রামজুড়ে পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। একদিকে শিশুহত্যার অভিযোগ, অন্যদিকে প্রতিবেশীর আত্মীয়দের পিটিয়ে মারার ঘটনায় এলাকা পরিণত হয়েছে রণক্ষেত্রে।

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শুরু হলেও পরিস্থিতি এখনও থমথমে।