ঘাটালের "আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প"-এ হাজির মন্ত্রী

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিকরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-29 at 20.27.32

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঘাটালে "আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প" ঘুরে দেখলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

ঘাটালে মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের গোপমহল জুনিয়ার হাইস্কুলে "আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প" ঘুরে দেখলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও টেকনোলজি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিকরা।