New Update
/anm-bengali/media/media_files/TdTiupjDNILdLBnIpd4C.jpg)
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুরের (Durgapur) ইস্কনের রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন রাজ্যের পঞ্চায়ত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। রথে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে চাপানো হয়েছে। চলছে পুজোপাঠ। হাজার হাজার ভক্তের সমাগম চোখে পড়ার মতো ছিল। এদিন মূল মন্দির থেকে আকবর রোর্ডে অস্থায়ী মাসির বাড়িতে পৌঁছে যাবেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম। সেখানেও বসেছে মেলা। পুলিশের কড়া নজরদারি চলছে এলাকাজুড়ে। মন্ত্রী প্রদীপ মজুমদার রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন। পুলিশের কড়া নজরদারিতে রথের চাকা গড়ালো রাস্তায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us