আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া

কি করলেন তিনি সেখানে>

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-25 at 4.17.54 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১২ নং বুড়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।এদিন সঙ্গে ছিলেন খড়গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অনান্যরা।এদিন ক্যাম্পের প্রতিটি টেবিল ঘুরে ঘুরে যে সমস্ত মানুষজন তাদের এলাকার সমস্যার কথা জানাতে এসেছেন তাদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।

Manas