/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিজস্ব সংবাদদাতা:অন্ধ্রপ্রদেশে মোবাইল চুরির সন্দেহে ভয়ঙ্কর মারধর ও ধারালো অস্ত্রের কোপের শিকার হলেন নদিয়ার এক পরিযায়ী শ্রমিক। শেষমেশ বাড়ি ফেরার আগেই মৃত্যু হলো তাঁর। মৃত শ্রমিকের নাম রাজু তালুকদার (৩৭)। তাঁর বাড়ি নদিয়ার তেহট্ট থানার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজুর ভাইও।
পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে রাজু ও তাঁর ভাইসহ কয়েকজন শ্রমিক নির্মাণ কাজের জন্য গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। সেখানে তাঁদের সঙ্গে কাজ করতেন কিছু স্থানীয় শ্রমিকও। গত ২৯ আগস্ট এক স্থানীয় শ্রমিকের মোবাইল হারিয়ে গেলে সন্দেহ করা হয় রাজুদের ওপর। এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় শ্রমিকরা। মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে রাজুর মাথা ও পেটে কোপানো হয়। তাঁর ভাইও আহত হন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে রাজুর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কিছুদিন হাসপাতালে থাকতে হয়। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত হয়। কিন্তু ফেরার পথে, বিশাখাপত্তনম রেলস্টেশনে পৌঁছনোর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাতে রাজুর দেহ তেহট্টে বাড়িতে পৌঁছতেই ভেঙে পড়ে পরিবার। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা। রাজুর জামাইবাবু দিলীপ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু মোবাইল চোর সন্দেহেই আমার শ্যালককে নৃশংসভাবে কোপানো হয়েছিল। চিকিৎসকেরা স্পষ্ট জানিয়েছেন, মাথা ও পেটের গুরুতর আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us