ফুটবলের মাঠে ফিরুক যুব সমাজ! মোবাইল নয়, শরীরচর্চা হোক অভ্যাস—নবারুণ সংঘের বার্তা

মোবাইল ছেড়ে ফুটবল খেলার বার্তা দিল মেদিনীপুরের নবারুন সংঘ ।

author-image
Tamalika Chakraborty
New Update
debra football

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকের অন্যতম প্রাচীন ও সক্রিয় ক্লাব নবারুণ সংঘ তাদের ৬৫তম প্রতিষ্ঠা দিবস পালন করল উৎসাহ ও নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে। দীর্ঘ তিনদিন ধরে চলা এই অনুষ্ঠান ছিল স্থানীয়দের জন্য এক আবেগঘন ও সামাজিক বন্ধনের উদাহরণ।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করে একাধিক কর্মসূচি—যার মধ্যে অন্যতম ছিল উত্তেজনাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান। কেবল এই তিন দিনেই নয়, সারা বছর ধরেই ক্লাবের পক্ষ থেকে নানা সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক কার্যকলাপ চালিয়ে যাওয়া হয়।

নবারুণ সংঘ নিয়মিত রক্তদান শিবির আয়োজন করে, শ্মশান চুল্লি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়, এবং পরিবেশ ও সমাজকল্যাণমূলক নানা প্রকল্পে অংশগ্রহণ করে থাকে। ক্লাবের এহেন ভূমিকা আজ শুধু বালিচক নয়, গোটা ডেবরা ব্লকের গর্ব।

devra

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রণব কুমার দাস, যুগ্ম সম্পাদক সুভাষ সিংহ ও দেবতোষ দে। তাঁদের নেতৃত্বেই ক্লাব এক নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন এলাকার মানুষ।

যুব সমাজের উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে না মেতে উঠে ফুটবল খেলায়, শরীরচর্চায় এবং মাঠে সক্রিয় হতে। কারণ শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই।

নবারুণ সংঘের অন্যতম বৈশিষ্ট্য, প্রতি বছর তাদের প্রতিষ্ঠা দিবসে তারা আয়োজন করে ফুটবল প্রতিযোগিতার। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়ার পাশাপাশি, এই উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে তুলছে।