কলকাতামুখী বাস থেকে টাকার পাহাড়! টাকা গুনতে আনা হল মেশিন

কলকাতামুখী বাস থেকে টাকার পাহাড় উদ্ধার করল পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-09-12 at 1.47.11 PM

নিজস্ব সংবাদদাতা: কলকাতামুখী এক যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। এত টাকা গুনতে পুলিশকে আনতে হল টাকা গোনার মেশিন। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মেমারী থানার পুলিশ পালসীট টোল প্লাজায় অভিযান চালিয়ে বাসের ভেতর থেকে দুটি ব্যাগ ভর্তি ৭২ লক্ষ টাকা উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, টাকার সঠিক নথি দেখাতে না পারায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শম্ভুনাথ বর্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস ও নবীন কুমার সিং। এঁরা বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। এর মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক, কৃষ্ণ দাস খালাসি এবং শম্ভুনাথ বর্মা যাত্রী।

WhatsApp Image 2025-09-12 at 1.47.12 PM

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জাতীয় সড়ক ১৯-এ তল্লাশি চালায়। তখনই ভাগলপুর থেকে কলকাতাগামী ওই বাস থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। বৈধ কাগজপত্র না থাকায় চারজনকেই গ্রেপ্তার করা হয়।

এখন প্রশ্ন উঠছে, এই বিপুল টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? বিহার বিধানসভা ভোটের মুখে এই টাকার উদ্দেশ্য কী? পুলিশ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।