১৬ আগস্ট বনধ, না মানলে মৃত্যুদণ্ড— মাওবাদী পোস্টারে বাঁকুড়ায় নতুন করে উত্তেজনা

বাঁকুড়ায় ফের পড়ল মাওবাদীদের পোস্টার।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-15 at 1.41.15 PM

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের সকালেই চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। তালডাংরা থানার রুকনি খালের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান স্থানীয়রা। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টারে দাবি করা হয়েছে মাওবাদী নেতা কিষেনজি ও সিধুর মৃত্যুর বদলা নিতে হবে। সেখানে ধৃত মাওবাদী নেতা প্রশান্ত বোস ও বিকাশের মুক্তিরও দাবি করা হয়েছে।

WhatsApp Image 2025-08-15 at 12.42.43 PM

পোস্টারে আরও লেখা ছিল, ১৬ আগস্ট বাংলা বনধের ডাক দেওয়া হচ্ছে এবং এই বনধ না মানলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পাশাপাশি আদিবাসীদের নাট্রা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। পোস্টারের নিচে প্রেস লাইনে সিপিআই (মাওবাদী)-এর নাম দেওয়া আছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ পোস্টারটি উদ্ধার করে। তবে জেলা পুলিশের প্রাথমিক ধারণা, এটি আসল মাওবাদীদের কাজ নয়, বরং কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এমন পোস্টার লাগিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।