/anm-bengali/media/media_files/2025/06/21/screenshot-2025-2025-06-21-11-51-04.png)
নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে ফের কেন্দ্রকে তোপ রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার। রাজ্য সরকার বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করছে না কেন্দ্রীয় সরকার, এর ফলে সমস্যা তৈরী হচ্ছে বৃষ্টির মরশুমে, যদি দামোদর নদে ড্রেজিং করা যায় তাহলে জটিল পরিস্তিতি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা নিয়ে। শুক্রবার দুর্গাপুর ব্যারেজ-এর রাস্তা সংস্কারের কাজ দেখতে আসেন, গত মাসের পনেরো তারিখ, বেহাল ব্যারেজ রাস্তার সংস্কারের কাজে হাত দেয় সেচ দফতর, সেই কাজ শেষ হয় দিন দুয়েক আগে।
/anm-bengali/media/post_attachments/af2cd4a9-2af.png)
সেই কাজই খুঁটিয়ে দেখতে এসে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়ে সরব হন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, কেন্দ্রের ঢিলেমোর জন্য দামোদর নদে ড্রেজিং করা যাচ্ছে না অভিযোগ সেচ মন্ত্রীর। তেলু ঘাট যাতে জল ছাড়া আগের রাজ্যকে জানাই সেই আবেদন করা হয়েছে। দুর্গাপুর ব্যারেজে দ্বিতীয় বিকল্প সেতুর বিষয়ে এইদিন সেচ মন্ত্রীর কাছে দাবি পত্র জমা দেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ প্রমুখ। তবে ফের কেন্দ্রীয় বঞ্চনার কথা তোলায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us