/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঘাটালের বুকে এক মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ জলযন্ত্রণা— এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বন্যার জেরে ত্রাহি অবস্থা গোটা ঘাটাল মহকুমায়। বহু মানুষ গৃহহীন, চাষের জমি জলে ডুবে গেছে, স্কুল-হাসপাতাল কার্যত অচল। এমন এক সংকটময় সময়ে ঘাটালে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ আগস্ট মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রথমে হুগলির খানাকুলে বন্যা পরিদর্শন করবেন। সেখান থেকে তিনি পৌঁছাবেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। পরিদর্শন করবেন ক্ষতিগ্রস্ত এলাকা, কথা বলবেন দুর্গতদের সঙ্গে। এরপর মেদিনীপুর হয়ে ঝাড়গ্রামেও যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ঘাটালে মুখ্যমন্ত্রীর সফরের খবরে জোরদার হয়েছে প্রশাসনিক প্রস্তুতি।
উল্লেখ্য, এলাকার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব আগেই ঘাটালে এসে প্রশাসনিক বৈঠক করেন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিলি করেন। তবে এবার মুখ্যমন্ত্রী স্বয়ং আসতে চলায় পরিস্থিতি নিয়ে প্রশাসনের উপর চাপ আরও বেড়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069634.jpg)
ঘাটালের বহু বছরের দীর্ঘ দাবির নাম ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’। বর্ষা এলেই জলের নীচে ডুবে যায় এই জনপদ। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, মাস্টারপ্ল্যান বাস্তবায়নে রাজ্য কোষাগার থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে।
কিন্তু তার মধ্যেই চলতি বর্ষায় আবারও জলবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তাই এবার মুখ্যমন্ত্রী ঘাটালে এসে কী বার্তা দেন, কী সিদ্ধান্ত নেন, প্রশাসনকে কী নির্দেশ দেন— সেদিকেই নজর ঘাটালবাসীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us