/anm-bengali/media/media_files/2025/08/05/mamata-banerjee-a-2025-08-05-15-35-51.jpg)
নিজস্ব সংবাদদাতা: বর্ষার অতিবৃষ্টি ও ডিভিসি-র ছাড়া জলের জোড়া আঘাতে যখন প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ঠিক তখনই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হুগলির আরামবাগে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কামারপুকুরের ত্রাণ শিবিরে গিয়ে তিনি শুধু পরিস্থিতি পরিদর্শন করেই থামেননি, দুর্গতদের পাশে দাঁড়িয়ে এক মানবিক মুহূর্তও তৈরি করলেন।
ত্রাণ শিবিরে পৌঁছনোর সময় দুপুরের খাবার পরিবেশন চলছিল। মুখ্যমন্ত্রী নিজে হাতে দুর্গতদের পাতে পরিবেশন করলেন খিচুড়ি। তাঁর এই আচরণে আপ্লুত হয়ে পড়লেন আশ্রয়প্রার্থী বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তাঁরা জানালেন নিজেদের সমস্যার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় মন দিয়ে শুনলেন প্রতিটি বক্তব্য এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/06/0WZGR2xePtqadt56tTAl.jpg)
এদিকে প্রবল জলাবদ্ধতায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বহু এলাকা এখন বিপর্যস্ত। হুগলির আরামবাগও তার ব্যতিক্রম নয়। বহু পরিবার গৃহহীন হয়ে ঠাঁই নিয়েছে ত্রাণ শিবিরে। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর এমন আত্মিক উপস্থিতি দুর্গত মানুষের মনে নতুন করে আশা জাগিয়েছে। তাঁদের একটাই প্রার্থনা— মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস যেন অতি দ্রুত বাস্তবায়িত হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us