অনামিকার মৃত্যুর এক সপ্তাহ পার, এবার গর্জে উঠলো বিশ্ববিদ্যালয়ের অন্দর
মহালয়ার সকালে আপনার পাশে থাকবে কলকাতা মেট্রো
‘বিভ্রান্তকর নেতা’, রাহুল গান্ধীকে চরম অপমান কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলার জিএসটি নিয়ে এবার অবাক করা কথা বললেন অর্থমন্ত্রী
আশঙ্কায় সত্যি! কেরলের পর এরাজ্যেও মিললো অ্যামিবা আক্রান্তের খোঁজ, সংখ্যা ২০
ক্ষতিগ্রস্ত গ্রামীণ পরিবারগুলির পাশে লোকসভার স্পিকার ওম বিরলা
জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রোবো শংকর আর নেই
‘নির্বাচন কমিশন নিজেকে অপমান করছে’, দাবি কংগ্রেসের
গগনযান মিশন নিয়ে বড় ঘোষণা ISRO প্রধান ভি. নারায়ণনের — “২০২৭ সালের প্রথম প্রান্তিকে মহাকাশে যাবে ভারতীয় গগনযাত্রী”

নতুন সপ্তাহে কাছের মানুষদের সাথে সম্পর্কগুলো আরও মজবুত করুন

আজ পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
love-horoscope-march-22-2023-zodiac-signs-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজকের শেষ ৩ রাশির ভাগ্যে কি রয়েছে, এক ঝলক দেখে নিন –

মকর - দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে এবং আপনি সবাইকে একসাথে নিয়ে যেকোনও কাজে সফল হবেন। আপনি একের পর এক সুসংবাদ শুনতে থাকবেন। অন্যদিকে, আপনার আয় বৃদ্ধিতে আপনি খুশি হবেন। পড়ুয়াদের উচ্চশিক্ষায় পুরো জোর থাকবে। তাদেরকে তাদের লক্ষ্যে অবিচল রাখুন। ধর্মীয় কর্মকাণ্ডে আপনার আগ্রহ বাড়বে। ব্যবসা সংক্রান্ত কাজের বিষয়ে আপনার অভিভাবকদের কাছ থেকে কিছু পরামর্শ নিন এবং সেই অনুযায়ী চললে আপনি সাফল্যই পাবেন। সামনে এগিয়ে যাওয়ার জন্যে আপনার পক্ষে তা ভালোই হবে।

কুম্ভ – ব্যবসায় দৌড়ঝাঁপ বেশি থাকবে। তবে মানসিক শান্তি থাকবে। ব্যবসার জন্যে বিদেশ সফরেও যেতে পারেন। ভ্রমণ উপকারী হবে। এদিকে, পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। প্রয়োজনে ভাই-বোনের সাহায্য নিন। মনের মধ্যে হতাশা ও অতৃপ্তির অনুভূতি থাকবে। তাতে অলসতা বাড়বে। কিন্তু বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করুন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

horoscope-pisces.jpg

মীন – আজ আত্মবিশ্বাসের সাথে কাজ করলে আপনি লাভবান হবেন। অযথা অর্থব্যয় এড়িয়ে চলুন, নাহলে আগামীতে আর্থিক সঙ্কট হতে পারে। প্রেমের জীবনে সতর্ক থাকতে হবে। বন্ধুদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন এবং অবসর সময় একটু নিজের সাথে কাটান। কখনও কখনও পারিপার্শ্বিক বিষয় বোঝার জন্যে একান্তে সময় কাটানো প্রয়োজন। আজ আপনার জীবনে দাম্পত্য কলহের যোগ রয়েছে, তাই স্বামী বা স্ত্রীয়ের সাথে বুঝে কথা বলুন।