গ্রামবাসী দৌড়ে পুলিশকে খবর দিলেন, স্বামী ঘোরাচ্ছে খুনের দেহাংশ – ময়নাগুড়িতে চাঞ্চল্য

স্ত্রীকে খুন করে দেহাংশ ব্যাগে পুরে ঘুরল স্বামী।

author-image
Tamalika Chakraborty
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়ঙ্কর ঘটনা। দীপালি রায় (৪৫) নামে এক নারীকে খুন করার পর তাঁর দেহাংশ ব্যাগে ভরে স্বামী রমেশ রায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। গ্রামের মানুষজন ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। স্থানীয়দের অভিযোগ, রমেশ নিজেই গ্রামের কয়েকজনকে দেহাংশ দেখিয়েছেন। পুলিশ অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে। খুনের কারণ এখনও জানা যায়নি। ময়নাগুড়ি থানার কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র