/anm-bengali/media/media_files/2025/06/01/4WzlNfutes5F5ECjJ8Qd.jpg)
নিজস্ব সংবাদদাতা: কালীগঞ্জের ভোট-পরবর্তী হিংসায় নৃশংসভাবে প্রাণ হারানো কিশোরীর মৃত্যুর ঘটনায় বড়সড় অগ্রগতি করল পুলিশ। অবশেষে গ্রেফতার করা হল এই ঘটনায় মূল অভিযুক্ত গাওয়াল শেখকে। তার সঙ্গে ধরা পড়েছে দুই ছেলে এবং আরও একজন, সব মিলিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে। এর ফলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
জানা গিয়েছে, পাঁচদিন আগে ভোট-সহিংসতায় যে কিশোরী প্রাণ হারায়, তার পরিবারের অভিযোগপত্রে প্রথম নাম ছিল প্রতিবেশী গাওয়াল শেখের। অভিযোগ ওঠে, গাওয়াল শেখ ও তার পরিবারের সদস্যরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মুর্শিদাবাদ থেকে প্রথমে গ্রেফতার করা হয় গাওয়ালের ছেলে হবিবুল শেখকে। তাকে জেরা করেই পুলিশ জানতে পারে গাওয়াল শেখ ও তার অন্য ছেলে বিমল পালিয়ে রয়েছে কাটোয়ায়। এরপর গভীর রাতে হানা দিয়ে কাটোয়া থেকে গ্রেফতার করা হয় ওই দুই অভিযুক্তকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/28/tamanna-2025-06-28-09-53-50.jpg)
তদন্তে উঠে এসেছে, ধৃতদের লক্ষ্য ছিল ট্রেনে করে গয়া পালিয়ে যাওয়া। তার আগে পুলিশ তাঁদের পাকড়াও করতে সক্ষম হয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৪ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। তবে ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও অধরা রয়েছে ১৫ জন অভিযুক্ত। পুলিশ জানায়, বাকিদের ধরতে তৎপরতা চলছে, একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও জনরোষ। নিহত কিশোরীর পরিবারের একটাই দাবি—সব দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোরতম শাস্তি দিতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us