New Update
/anm-bengali/media/media_files/udhDFbEZwUq30iWgRGqP.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আবার লাইনচ্যুত যাত্রী ভরতি লোকাল ট্রেন। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে মেদিনীপুর-হাওড়া রেল শাখার গিরি ময়দান ও খড়গপুর স্টেশনের মাঝে কাটিং খোলি এলাকায়। কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে। আপাতত রেলের তরফে কিছু জানা যায়নি। রাত ৯.০৫টা নাগাদ ট্রেনটি মেদিনীপুর স্টেশন থেকে ছাড়ার পর কাটিং খোলি এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে ইঞ্জিন-সহ বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us