২০ তারিখে কুড়মি আন্দোলনের ডাক! খেমাশুলিসহ ৬ জায়গায় রেল অবরোধের পরিকল্পনা ফাঁস

কুড়মি আন্দোলনে ৬ জায়গায় রেল অবরোধের ডাক।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-09-19 at 2.07.38 PM

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর ডিভিশনের এডিআরএম মনীষা গোয়েল আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, আগামী ২০ তারিখ খেমাশুলি সহ মোট ছয়টি জায়গায় কুড়মি আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। তবে গতকালই তিনি স্পষ্ট করে দিয়েছেন, আদালতের রায় অনুযায়ী এই আন্দোলনের অনুমতি দেওয়া যায়নি।

kurmi protest

এডিআরএমের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। আন্দোলন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রেলপথে বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় কড়াকড়ি বাড়াচ্ছে প্রশাসন।