সবার সামনে কেঁদে ফেললেন কুণাল ঘোষ!

বুধবারই তৃণমূল কুণাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়। বৃহস্পতিবার 'তারকা' প্রচারকের তালিকা থেকেও বাদ গেল কুণাল ঘোষের নাম। এরপরেই কুণাল ঘোষ জানান, তিনি তৃণমূলের সাধারণ কর্মী ছিলেন, আছেন এবং থাকবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
kunal ghoshw2.jpg

নিজস্ব সংবাদদাতা: বুধবারই তৃণমূল কুণাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়। বৃহস্পতিবার 'তারকা' প্রচারকের তালিকা থেকেও বাদ গেল কুণাল ঘোষের নাম। এরপরেই কুণাল ঘোষ জানান, তিনি তৃণমূলের সাধারণ কর্মী ছিলেন, আছেন এবং থাকবেন।  এরপরেই দলের কর্মীদের তাঁর প্রতি সমর্থন দেখে আবেগ ধরে রাখতে পারেননি। কুণাল ঘোষ সকলের সামনে কেঁদে ফেলেন। 

kunal ghoshj.jpg