রাহুল গান্ধীর গাড়িতে হামলা! বিস্ফোরক তথ্য সামনে আনলেন কুণাল ঘোষ

কুণাল ঘোষ টুইটারে বলেন, "রাহুল গান্ধীকে ঘিরে গোলমালটা হয়েছে কাটিহারে, বাংলায় নয়।"

author-image
Tamalika Chakraborty
New Update
rahul gandhi car attack edit.jpg

নিজস্ব সংবাদদাতা : ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর গাড়ির ওপর ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "রাহুল গান্ধীকে ঘিরে গোলমালটা হয়েছে কাটিহারে, বাংলায় নয়। দুপুরে যেসব চ্যানেল মিথ্যা রটালো, যে সংবাদপাঠিকা তৃণমূলবিরোধী বিপ্লব করে গেলেন, তাঁরা আসল ঘটনা জানিয়ে দুঃখপ্রকাশ করেছেন তো? 
এখন চেপে গেলে হবে?"