/anm-bengali/media/media_files/2025/09/14/whatsapp-image-2025-09-14-at-165256-2025-09-14-21-32-23.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভোলের টান যেন ডেকেছে হৃদয়কে! হলদিয়ার যুবক প্রদীপ সামন্ত সব ছেড়ে একলা সাইকেলে পাড়ি দিচ্ছেন কেদারনাথের পথে শুধু মানসিক শান্তির খোঁজে। জীবনের সমস্ত সময়টা শুধু কাজের ভিড়ে কাটিয়েছেন তিনি। এখন মনে হচ্ছে নিজের জন্যে তিনি কোনও সময়ই দেননি। তাই উত্তর খুঁজতে পকেটের টান মেনেও সাইকেলকে সঙ্গী করে শুরু করলেন দীর্ঘ তীর্থযাত্রা।
রওনা হওয়ার পথে দুর্গাপুরের ইন্দো–আমেরিকান মোড়ে এসে ক্লান্ত শরীর থেমে গেল। ঠিক তখনই পথের ধারে এক আখের রস বিক্রেতা এগিয়ে দিলেন এক গ্লাস ঠান্ডা আখের রস। সেই মুহূর্তের মিষ্টি স্বাদ যেন পথিকের প্রাণে নতুন জোর ঢেলে দিল। হেসে প্রদীপ বললেন, “সারা জীবন তো শুধু কাজ করলাম। মানসিক শান্তির জন্য এক মুহূর্তও সময় পাইনি। তাই এবার সাইকেলেই রওনা হয়েছি কেদারনাথের দিকে। অর্থ বল নেই, কিন্তু ইচ্ছাশক্তি আমার সবচেয়ে বড় ভরসা"।
/anm-bengali/media/post_attachments/a5a4acf1-63b.png)
তাই সেই ইচ্ছা নিয়েই, কেদারনাথের দিকে রওনা দিলেন প্রদীপ সামন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us