/anm-bengali/media/media_files/IXevr0W6rvQJdMzQlekL.jpg)
নিজস্ব সংবাদদাতা: কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত ব্যক্তির নাম বরকত শেখ, তিনি বীরভূমের নানুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয়রা দাবি করছেন, ওই গ্রামে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বোমা বাঁধা হচ্ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পরিত্যক্ত একটি বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।
এই বিস্ফোরণ ঘিরে মূলত উঠে আসছে এক ভয়ংকর অভিযোগ— কাটোয়ায় অজয় নদের চুরপুনি বালিঘাটের দখল নিয়ে চলছিল গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, বৈধভাবে টেন্ডারের মাধ্যমে বালি তোলা হলেও, ঘাটের মালিকদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করা হচ্ছিল। আর সেই চাঁদাবাজির পিছনে আঙুল উঠেছে স্থানীয় কুখ্যাত দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। জানা গেছে, ভয় দেখানোর জন্যই বানানো হচ্ছিল বোমা। কিন্তু বোমা বাঁধার সময়েই ঘটে বিপত্তি। তুফান নিজেও বিস্ফোরণে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে খবর, তুফান চৌধুরীর বিরুদ্ধে আগেও চুরি, ডাকাতি-সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। মাত্র ১০ দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। প্রশ্ন উঠছে, জেল থেকে বেরিয়েই সে আবার কাদের নির্দেশে বোমা বাঁধার মতো ভয়ংকর কাজে যুক্ত হল? এই কাজে বাইরে থেকে অপরাধীরা কীভাবে এল? গ্রামের ভেতর এত বড় ষড়যন্ত্র চললেও প্রশাসন ছিল কোথায়?
এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং বিস্ফোরণের মূল উৎস, উদ্দেশ্য এবং ষড়যন্ত্রকারীদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে।