৫০ মিটার খাদে! চোখ ধাঁধানো ডিপার লাইটের কারণে কালিম্পংয়ে মর্মান্তিক দুর্ঘটনা

কালিম্পংয়ে গাড়ি খাদে পড়ে গেলে চার জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg


নিজস্ব সংবাদদাতা: কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি প্রায় ৫০ মিটার নীচে খাদে পড়ে গেলে চারজনের মৃত্যু হয়, যার মধ্যে রয়েছেন গাড়ি চালক ও তিনজন মহিলা।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ বছর বয়সী এক বালিকা এবং ৫ বছর বয়সী এক শিশুপুত্রসহ আরও তিনজন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

dead

প্রাথমিক অনুমান অনুযায়ী, দুর্ঘটনার সময় উল্টোদিক থেকে আসা অন্য একটি গাড়ির ডিপার লাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারানো হয়। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৮টার দিকে।

পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্থানীয়রা এই দুর্ঘটনাকে এক ভয়ঙ্কর ঘটনা হিসেবে বর্ণনা করেছেন, কারণ পথটি অনেকটা দুর্গম এবং বিপজ্জনক।