New Update
/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
নিজস্ব সংবাদদাতা: কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি প্রায় ৫০ মিটার নীচে খাদে পড়ে গেলে চারজনের মৃত্যু হয়, যার মধ্যে রয়েছেন গাড়ি চালক ও তিনজন মহিলা।
এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ বছর বয়সী এক বালিকা এবং ৫ বছর বয়সী এক শিশুপুত্রসহ আরও তিনজন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
প্রাথমিক অনুমান অনুযায়ী, দুর্ঘটনার সময় উল্টোদিক থেকে আসা অন্য একটি গাড়ির ডিপার লাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারানো হয়। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৮টার দিকে।
পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্থানীয়রা এই দুর্ঘটনাকে এক ভয়ঙ্কর ঘটনা হিসেবে বর্ণনা করেছেন, কারণ পথটি অনেকটা দুর্গম এবং বিপজ্জনক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us