একুশে জুলাই-এর পোস্টার বিতর্ক এবার দুর্গাপুরে

দুর্গাপুরে এবার একুশে জুলাই-এর পোস্টার বিতর্ক।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-27 4.37.36 PM

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাই পেরিয়েছে ঠিক ৬ দিন আগে। তবুও সরকারি হাসপাতালের গেটে এখনও ঝুলছে শাসকদলের দলীয় ফ্লেক্স। শিক্ষা দপ্তরের পর ঠিক একই চিত্র ধরা পড়ল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। জরুরি বিভাগের প্রবেশদ্বারে তৃণমূলের একুশে জুলাই সমর্থনের ফ্লেক্স ঘিরে জোর রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে শহরে। রবিবার সকালে বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল তাঁর ফেসবুক প্রোফাইলে সেই ছবিটি পোস্ট করেন। যেখানে স্পষ্ট দেখা যায়, সরকারি হাসপাতালের গেটেই ঝুলছে দলীয় ফ্লেক্স। পোস্টে তিনি কটাক্ষ ছুঁড়েছেন— “এটা তৃণমূল কার্যালয় না মহকুমা হাসপাতাল?” এই এক লাইনের মধ্যেই যেন বিদ্ধ করে দিয়েছেন গোটা প্রশাসনকে। মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সেই পোস্ট, তৈরি হয় বিতর্ক।সরকারি হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় কিভাবে এতদিন ধরে দলীয় ফ্লেক্স টাঙানো রইল, তা নিয়েই উঠছে প্রশ্ন।

বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন, "রাজ্যের সরকার এতটাই দেউলিয়া হয়ে গেছে যে সরকারি দপ্তর আর তৃণমূলের ভবন কোনগুলি সেগুলি গুলিয়ে ফেলছে। শিক্ষা দপ্তরে হোক বা সরকারি হাসপাতালে সব জায়গাতেই রাজনৈতিক ব্যানার ঝুলছে। বোঝা যাচ্ছে কি অবস্থা রাজ্যের।" প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাজি প্রশ্ন তোলেন “সুপারের নজর কীভাবে এড়ালো?” একইসঙ্গে তিনি বিজেপির প্রচারকৌশলকে আক্রমণ করলেও স্বীকার করেন, “এটা একেবারেই উচিত হয়নি। সরকার ও দলের ভাবমূর্তিতে আঘাত লেগেছে।” কে বা কারা এই ফ্লেক্স টাঙিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে মৌখিকভাবে জানান দুর্গাপুর মহাকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।