ধুঁকছে ঝাড়গ্রামের মৃৎ শিল্প! অভাব যেন নিত্য সঙ্গী

ঝাড়গ্রামের বহু গ্রামের মানুষ মাটির তৈরি জিনিস বিক্রি করে দিন যাপন করেন। কিন্তু বর্তমানে মাটির তৈরি জিনিসের ব্যবহার কমে গিয়েছে। যার ফলে টান পড়েছে রুজি-রুটিতে।

New Update
েেcover (2).jpg

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের বহু গ্রামের মানুষ হাতের নানান জিনিস তৈরি আর বিক্রি করেই জীবনযাপন করেন। বর্তমানে কুম্ভকরদের মাথায় হাত। বিক্রি নেই কষ্ট করে তৈরি করা মাটির জিনিসপত্রের। টান পড়েছে রুজি রোজগারে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নয়াঁগা গ্রাম এখানেই বাস করেন ১০০ থেকে ১৫০টি কুম্ভকার পরিবার। মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করেই চলে জীবনযাপন। বর্তমানে রুজি রোজগারে টান পড়েছে ওই কুম্ভকার পরিবার গুলির। বাজারে এখন বেড়ে চলেছে প্লাস্টিক, অ্যালুমোনিয়ামের জিনিসপত্রের বিক্রি ও তার ব্যাবহার। তাই মাটির তৈরী জিনিসপত্রের ব্যাবহার কমেছে। কমেছে বিক্রির হার। এর ফলে মাথায় হাত পড়েছে তাদের। পড়েছে সংসারে টানাপোড়ান, মৃৎশিল্প উন্মুক্ত বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যেতে বসেছে। অত্যাধুনিক প্লাস্টিক, ফাইবার, অ্যালুমোনিয়াম এর দাপটে মাটির শিল্প প্রায় বিলুপ্ত। ফলে জেলার প্রতিভাবান মৃৎ শিল্পীরা অর্থাভাবে মানবেতর জীবন কাটাচ্ছে। কেউ কেউ ইতোমধ্যে ভিন্ন পেশায় চলে গিয়েছেন।