ডেবরার চাষিদের মুখে হাসি, জমে থাকা জল তোলার পাম্প বসাল সেচ দপ্তর

ডেবরায় বসল জমে থাকা জল তোলার পাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-09-12 at 1.39.28 PM


নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খাজুরির কৃষকদের মুখে অবশেষে হাসি ফুটল। প্রায় ৮ দিন আগে এলাকার মানুষ তাঁদের দুর্দশার কথা জানিয়েছিলেন স্থানীয় বিধায়ক ডঃ হুমায়ুন কবীরকে। চাষের জমিতে জল জমে ধান বারবার নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ ছিল। গ্রামবাসীদের অনুরোধ ছিল কয়েকটি পাম্পের ব্যবস্থা করা হোক, যাতে সেই জমা জল ক্যানেলে ফেলে দেওয়া যায়।

মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই দাবি পূরণ হল। সেচ দপ্তরের উদ্যোগে প্রথম পর্যায়ে তিনটি বড় পাম্প বসানো হয়েছে। এর ফলে ডেবরা ব্লকের ১১টি মৌজার কৃষকরা উপকৃত হবেন। বিহারী চক এলাকায় বসানো হয়েছে প্রথম পাম্পটি। এলাকার মানুষ জানিয়েছেন, এই উদ্যোগের জন্য তাঁরা বিশেষভাবে কৃতজ্ঞ বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের কাছে। শনিবার তাঁর উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে চালু করা হয় পাম্প।

WhatsApp Image 2025-09-12 at 1.39.33 PM

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, স্থানীয় প্রধান ছায়া সিং, ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলক সামই, পঞ্চায়েত সদস্য অর্জুন সাউ, অরুন সামন্তসহ অনেকে। পাম্প পেয়ে খুশি কৃষকরা জানিয়েছেন, তাঁদের ফসল বাঁচানোর ক্ষেত্রে এটি বড় সহায় হয়ে দাঁড়াবে। তবে তাঁদের আরও দাবি, যদি কয়েকটি অতিরিক্ত পাম্প এবং এই পাম্পগুলো স্থায়ীভাবে বসানো হয়, তাহলে সমস্যার সম্পূর্ণ সমাধান হবে।

বিধায়ক ডঃ হুমায়ুন কবীর জানিয়েছেন, আপাতত সেচ দপ্তরের সহযোগিতায় এই পাম্পগুলির ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই আরও পাঁচটি সুইস গেট বসানো হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের দিকেও নজর দেওয়া হবে, যাতে কৃষকদের আর সমস্যায় পড়তে না হয়।