/anm-bengali/media/media_files/2025/08/15/whatsapp-image-2025-08-15-at-1-2025-08-15-11-21-11.jpeg)
DURGAPUR
নিজস্ব সংবাদদাতা - আজ স্বাধীনতা দিবসের সকালে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায় সেজে উঠল দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর চত্বর। আনুষ্ঠানিক ভাবে আজ পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। জাতীয় সঙ্গীতের সুরে উপস্থিত অফিসকর্মী, পুলিশ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশপ্রেমের আবহে ভরে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এরপর দুর্গাপুর মহকুমা আদালতে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা আদালতের বিচারক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/15/whatsapp-image-2025-08-15-at-1-2025-08-15-11-20-58.jpeg)
আদালত চত্বরে আইনজীবী, কর্মচারী ও শহরবাসীর উপস্থিতিতে সম্পন্ন হয় এই আনুষ্ঠানিকতা। একই দিনে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দুর্গাপুর প্রেসক্লাবেও জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তির এই দিনটি দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়। এই পতাকা উত্তোলন অনুষ্ঠান দুর্গাপুরের স্বাধীনতা দিবস উদযাপনকে এক বিশেষ মাত্রা দেয়, যা প্রত্যক্ষ করেছে শহরের অসংখ্য মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us