ভাষার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না! বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে এবার সুপ্রিম কোর্ট
“ভারত হল জাপানের ব্যবসার জন্য গ্লোবাল সাউথে স্প্রিংবোর্ড”—টোকিও থেকে বার্তা মোদীর
রাহুল-প্রিয়াঙ্কার পোস্টারের সামনে মোদীকে গালিগালাজ, গ্রেফতার একজন
বিধানসভা ভোটের আগে ভোট ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন বুথের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে
“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান
নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি! পশ্চিমবঙ্গ জুড়ে চরম সতর্কতা
জোর করে খাওয়ানো হল অ্য়াসিড! ১৭ দিন পর পণের জন্য মর্মান্তিক পরিণতি তরুণীর
ভোরের বৃষ্টিতে অচল দিল্লি! ১৪৬ ফ্লাইট দেরি, রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে
উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা

খোদ সরকারি জমি থেকে অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ! তদন্তে পুলিশ

কোনও অনুমতি ছাড়াই সরকারি খাস জায়গায় গ্রাম পঞ্চায়েতের লাগানো একাধিক গাছ কেটে বেআইনি ভাবে পাচারের অভিযোগ। খবর পেয়ে পুলিশ বাজেয়াপ্ত করল কাটা গাছগুলো।

author-image
Tamalika Chakraborty
New Update
 121cover (1).jpg

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের নেকড়বাগ এলাকায় রাজ্য সড়কের ধারে জাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একাধিক পটাশ গাছ লাগানো হয়। মঙ্গলবার বিকেল নাগাদ রাজকুমার দাস নামে এক ব্যক্তি ওই গাছগুলো কেটে নেয়। এলাকার স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাঁকে অনুমতি দিয়েছেন স্থানীয় শাসকদলের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ চন্দ্রকোনা থানার  রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে কাটা গাছগুলোকে বাজেয়াপ্ত করে। গাছ কাটতে আসা অভিযুক্ত ব্যক্তির দাবি, এই রাস্তা দিয়ে ইলেকট্রিক লাইন যাবে তাই তিনি গাছগুলি কাটছেন।  এই বিষয়ে তিনি স্থানীয় শাসকদেলর নেতা কর্মীদেরও জানান। গাছগুলো কাটা হওয়ার পর তিনি পঞ্চায়েত অফিসে রেখে দেবেন বলে দাবি করেন। এ বিষয়ে জাড়া অঞ্চল তৃনমূলের সভাপতি মুজিবুর রহমানের দাবি,গাছ কাটা বা এই ধরনের কোনও অনুমতি কাউকেই দেওয়া হয়নি। তাই তাঁরা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন। কাটা গাছগুলো বাজেয়াপ্ত করে পুলিশ নিয়ে গিয়েছে। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমাশঙ্কর চৌধুরী দাবি, বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ কাটা গাছগুলো বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে।তবে সরকারি গাছ খেয়াল খুশি কাটার ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। কীভাবে সরকারি জায়গায় গ্রাম পঞ্চায়েতের লাগানো গাছ এভাবে অবাধে কেটে গাড়ি করে পাচারের ঘটনায় গ্রাম পঞ্চায়েত কোনো টেরই পেলনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।