/anm-bengali/media/media_files/2025/09/06/indonesia-woman-2025-09-06-13-39-20.jpg)
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ির পানিটাঙ্কি সীমান্তে ধরা পড়লেন এক ইন্দোনেশিয়ান মহিলা। শুক্রবার সন্ধেয় সীমান্ত সুরক্ষা বাহিনী (SSB)-এর ৪১ ব্যাটালিয়নের বর্ডার ইন্টারঅ্যাকশন টিম তাঁকে আটক করে। ওই মহিলার নাম নি কাদেক সিসিয়ানি, তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা। তবে প্রথমে তিনি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে জানান তাঁর নাম “নিনিয়োমান মুর্নি”।
পুরনো সেতুর কাছে, সীমান্ত পোস্ট নম্বর ৯০-এর ভেতরে প্রবেশের পরেই সন্দেহ হয় এসএসবি-র জওয়ানদের। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে একের পর এক ভুয়ো নথি ধরা পড়ে— পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড—সবই জাল!
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
জেরা চলাকালীন সিসিয়ানি স্বীকার করেন, মুম্বইয়ের এক দালালের মাধ্যমে তিনি এই সমস্ত ভুয়ো নথি জোগাড় করেছিলেন। প্রায় দশ বছর ধরে এই নকল পরিচয় ব্যবহার করে তিনি মুম্বইয়ে বসবাস করছেন। শুধু তাই নয়, ভুয়ো পরিচয়ের সাহায্যে তিনি ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল ও ভারত—একাধিক দেশে যাতায়াতও করেছেন।
এসএসবি জানিয়েছে, তাঁর কাছ থেকে ডিজিটাল প্রমাণও উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us