ফের বাংলার বুকে অবৈধ কয়লা পাচার! নড়েচড়ে বসল পুলিশ

শিল্পাঞ্চলে অবৈধ কয়লা কারবার বাড়ছে! নেপথ্যে কয়লা মাফিয়ারা! পুজোর মুখেই প্রচুর পরিমাণ কয়লা উদ্ধার করলো পুলিশ। তৎপর প্রশাসন।

author-image
Pallabi Sanyal
New Update
োেো


হরি ঘোষ, দুর্গাপুর : অবৈধ কয়লা মজুত ও পাচারের অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। তবে কি ফের বাংলায় বাড়ছে অবৈধ কয়লার কারবার? উঠছে প্রশ্ন। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পারুলিয়া থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ১১ টন কয়লাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম  বাবলু হেমব্রম , তনভীর মল্লিক , শেখ আজাদ ও হুসেন খান। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে ২ জনকে ৩ দিনের পুলিশি হেফাজত ও ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 
ধৃত এক অভিযুক্ত জেরায় স্বীকার করে যে, গত ২ মাস ধরে তারা এই অবৈধ কয়লার ব্যবসার কাজে লিপ্ত। জনৈক সুদীপ নামক এক ব্যক্তির নির্দেশেই এই কয়লার ব্যবসা চালাচ্ছিল বলে জানায় এক অভিযুক্ত। সুদীপের খোঁজে দুর্গাপুর থানার পুলিশ । তাছাড়াও দুর্গাপুরের কারা এই বেআইনি কয়লার কারবারির সঙ্গে যুক্ত তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।