/anm-bengali/media/media_files/2025/07/24/bangladeshi-2025-07-24-14-06-30.jpg)
নিজস্ব সংবাদদাতা: সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধ প্রবেশ, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিনের পর দিন গা ঢাকা দিয়ে কাজ— শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার অন্তর্গত শিকড়া সীমান্ত এলাকায়। ধৃতের নাম রাসেল ইসলাম, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। তার সঙ্গে গ্রেফতার হয়েছে এক দালালও, যার নাম আবদুল সালাম মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল ইসলাম কয়েক বছর আগেই বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। প্রথমে সে চাপড়ার শিকড়া এলাকায় আত্মগোপন করে। এরপর স্থানীয় দালাল আবদুল সালামের সহায়তায় ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করায় সে। সেই পরিচয়পত্রের জোরে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
সম্প্রতি বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিল রাসেল। সেই উদ্দেশ্যে আবারও সীমান্ত পেরিয়ে দেশে ফিরে যাওয়ার ছক কষে সে। দালাল সালামের সহায়তায় গভীর রাতে সীমান্ত পেরোনোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালায়। ধৃতকে জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় ও পরিকল্পনা স্বীকার করে নেয়। এরপর দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়।
উল্লেখ্য, সম্প্রতি সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য পুলিশ প্রশাসন। বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলছে। সেই আবহেই নদিয়ার এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us