মাত্র ২৪ ঘণ্টায় জাল আধার কার্ড! বাংলাদেশি যুবক হাতেনাতে ধরা পড়ল শিলিগুড়িতে

নেপাল সীমান্ত থেকে অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested a

নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ির খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকায় ভারত–নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক। ধৃতের নাম মহম্মদ মানিক, বাড়ি বাংলাদেশের লালমনিরহাটে। তাঁর কাছ থেকে একসঙ্গে উদ্ধার হয়েছে ভারতের আধার কার্ড, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স। বড় অদ্ভুত বিষয় হল, বাংলাদেশের পরিচয়পত্রে তাঁর নাম মহম্মদ মানিক হলেও আধার কার্ডে তিনি রাতুল খান নামে পরিচয় দিয়েছেন।

শুক্রবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন মানিক। সূত্রের খবর, সেই দিনই দালালের সাহায্যে জাল আধার কার্ড তৈরি করে ফেলেন তিনি। আর শনিবার সেই আধার কার্ড ব্যবহার করে নেপালে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু সীমান্তে দায়িত্বে থাকা SSB-এর হাতে ধরা পড়ে যান। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তাঁর আসল বাংলাদেশি পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স। পরে খড়িবাড়ি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

BSF

প্রশ্ন উঠছে, কীভাবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে একজন অনুপ্রবেশকারী ভারতীয় আধার কার্ড হাতে পেয়ে যায়? ভারতে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা কি এতই সহজ? দেশের নিরাপত্তার জন্য এটি যে বড় হুমকি, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ এই জাল আধার কার্ড ব্যবহার করেই কেউ আসল ভোটার কার্ড বা এমনকি ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলতে পারে। কেউ দীর্ঘদিন দেশে থেকে যাচ্ছে, আবার কেউ সীমান্ত পারাপার করছে।

ধৃত মহম্মদ মানিক ওরফে রাতুল খানকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুধু এই একটি ঘটনা নয়, গত দু’মাসে অন্তত ৫০০ বাংলাদেশির নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের কাছে পাঠানো হয়েছে। তবুও অনুপ্রবেশ রোখা যাচ্ছে না। ফলে এই ঘটনার পর ভারত–বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।