/anm-bengali/media/media_files/2025/10/22/whatsapp-i-2025-10-22-15-26-09.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রশাসনের প্রতিশ্রুতি আর আশ্বাসে ভরসা রাখতে না পেরে এবার নিজেরাই মাঠে নামলেন সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের নিত্যানন্দপুর এলাকায় শিলাবতী নদীর উপর গ্রামবাসীরা নিজেরাই গড়ে তুললেন নতুন বাঁশের সাঁকো।
সম্প্রতি বন্যায় নদীর জল বেড়ে ভেঙে গিয়েছিল আগের অস্থায়ী বাঁশের সাঁকো। ফলে কেশাডাল, পাঁচামি, দেওয়ান, কালিকাপুর-সহ আশপাশের একাধিক গ্রামের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। স্কুলে যাওয়া হোক বা হাট-বাজার, নৌকোই ছিল একমাত্র ভরসা। কিন্তু তাতেও ছিল প্রবল ঝুঁকি। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান মেলেনি।
শেষ পর্যন্ত গ্রামবাসীরাই সিদ্ধান্ত নিলেন নিজেরাই সাঁকো বানাবেন। চাঁদা তুলে, বাঁশ ও অন্যান্য উপকরণ জোগাড় করে তৈরি হলো প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নতুন বাঁশের সাঁকো। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই টাকা পুরোপুরি গ্রামের মানুষের উদ্যোগেই সংগ্রহ করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/22/chandrakona-road-2025-10-22-13-27-13.png)
একজন গ্রামবাসী বলেন, “আমরা বহুবার প্রশাসনের কাছে গিয়েছি। কেউ কোনও ব্যবস্থা নেয়নি। তাই এবার নিজেদের টাকায়ই কাজটা করলাম। না হলে বাচ্চাদের স্কুলে যাওয়া, অসুস্থদের চিকিৎসা—সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল।”
তবে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, এই স্থানে যেন স্থায়ী কংক্রিটের সেতু তৈরি হয়। প্রশাসনের আধিকারিকরা বারবার পরিদর্শন করলেও, কবে সেই ব্রিজ হবে, তার স্পষ্ট উত্তর আজও কেউ দিতে পারেননি।
এ বিষয়ে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন, “বন্যার সময় অনেক জায়গায় অস্থায়ী সাঁকো ভেঙে গিয়েছিল। কিছু জায়গায় প্রশাসনের তরফে মেরামত করা হয়েছে। গ্রামবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে যে সাঁকো তৈরি করেছেন, সেটি সত্যিই প্রশংসনীয়।”
এখন গ্রামবাসীর একটাই চাওয়া — “আমাদের হাতে তৈরি এই বাঁশের সাঁকোই যেন সরকারের চোখ খুলে দেয়, যাতে একদিন এখানে পাকা সেতু গড়ে ওঠে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us