ঘরের দরজা খুলতেই আতঙ্ক! ঝুলন্ত দেহ আইআইটি ছাত্রের—ছড়াল চাঞ্চল্য, প্রশ্নের মুখে প্রশাসন

ফের আইআইটি খড়গপুরের ছাত্রের আত্মহত্যা।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-07-18 at 3.34.56 PM

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর আইআইটির ছাত্রাবাসে ফের মৃত্যুর ঘটনা। একদিকে যেখানে প্রতিষ্ঠানটি ছাত্রদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা ঠেকাতে নানা পরিকল্পনা নিচ্ছে, ঠিক সেই সময় আবারও আরপি হল থেকে উদ্ধার হল চতুর্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম ঋতম মন্ডল। খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন তিনি। বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। প্রতিদিনের মতো ঋতমের ঘরের দরজা খোলা না থাকায় সন্দেহ হয় সহপাঠীদের। তারা দরজায় বারবার কড়া নাড়লেও কোনও সাড়া মেলেনি। এরপর খবর দেওয়া হয় হল ম্যানেজমেন্টকে। ম্যানেজার এসে পুলিশ ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন। তখনই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ঋতমের নিথর দেহ দেখতে পান সকলে।

dead

খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর টাউন থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ইতিমধ্যেই ঋতমের বাবা উত্তম কুমার মন্ডলকে ফোনে খবর দেওয়া হয়েছে। তিনি ছেলের মৃত্যুর খবর শুনেই রওনা দিয়েছেন খড়গপুরের উদ্দেশে।

এই ঘটনায় ফের একবার আইআইটির মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থাপনা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। সম্প্রতি একাধিক ছাত্র আত্মহত্যার ঘটনা সামনে আসার পর থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন স্তরে কাউন্সেলিং সেশন এবং মনোস্বাস্থ্য সচেতনতা কর্মসূচি শুরু করেছিল। কিন্তু তা সত্ত্বেও ফের ছাত্র মৃত্যুর ঘটনায় ফের তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের অন্যতম নামী প্রযুক্তি প্রতিষ্ঠান।