/anm-bengali/media/media_files/2025/10/11/screenshot-2025-10-11-11-am-2025-10-11-11-48-49.png)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। দুর্গাপুরের ধোবিঘাট খাটাল পাড়ার এলাকায় স্ত্রীর রক্তে হাত রাঙিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন এক প্রাক্তন শিক্ষক। শুক্রবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, হয় ফটো ফ্রেম দিয়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে মুকুলদেবীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম দুর্গাদাস কর, পেশায় প্রাক্তন শিক্ষক। খুন হওয়া মহিলার নাম মুকুল কর। স্থানীয়রা জানিয়েছেন, হাসিমুখে দেখা যেত ওই মহিলাকে।
/anm-bengali/media/post_attachments/aae833e8-43c.png)
কিন্তু শুক্রবার সন্ধ্যা নামতেই বদলে যায় ছবিটা। হঠাৎ পুলিশ আসে, ভিড় জমে যায় এলাকায়। তখনই জানা যায়, নিজের স্ত্রীকে খুন করেছে দুর্গাদাস কর এবং নিজেই গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড, তা জানতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। যদিও তার ছেলের দাবি বাবা দীর্ঘদিন ধরে আমাদের ওপরে মারার পরিকল্পনা করেছিল। পাড়ার লোকেরা আমায় ফোন করে জানায় তারপরে বাড়িতে গিয়ে দেখি মায়ের মৃত দেহ পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে। ছেলের আরো দাবি তার বাবার প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। যদি এই খুনের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের কঠোরতম শাস্তির দাবি করেছেন ছেলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us