New Update
নিজস্ব সংবাদদাতা: সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শেওড়াফুলি ও বৈদ্যবাটি স্টেশনের মাঝে আপ ব্যান্ডেল লোকাল ট্রেনের সামনে একটি গরু চলে আসে। ট্রেনের বাফারে ধাক্কা লেগে পাথর ছিটলে ট্রেনের গ্যাস পাইপ খুলে যায়। গরুটির প্রাণ যায়। এর ফলে দাঁড়িয়ে পরে ট্রেন।
পরে মেনটেনেন্সের কর্মীরা সেখানে পৌঁছে ঠিক করার প্রায় আধ ঘন্টা পর ট্রেন চলাচল ফের শুরু হয়। সোমবার সকালে ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছিলেন নিত্য যাত্রীরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/P34e3GAm1sUvCHxqoFgm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us