নিজস্ব সংবদদাতা: সপ্তাহের মাঝামাঝি বুধবারেও (Today Horoscope) কিছু রাশি পাবে সাফল্যের সন্ধান, কেউ আবার ডুবে যাবেন আবেগে। প্রেমিকের সঙ্গে দূরত্ব কমবে কার? আবার কার কাজে বাধা হয়ে দাঁড়াবে সহকর্মী? রইল আজকের রাশিফল একঝলকে।
মেষ (Aries): আজ আপনার সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। নতুন কোনও কাজে হাত দিতে পারেন। কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে।
বৃষ (Taurus): সম্পর্কে টানাপড়েন দেখা দিতে পারে। অর্থভাগ্য ভালো হলেও পারিবারিক বিষয়ে নজর দিন।
মিথুন (Gemini): ভবিষ্যতের পরিকল্পনা আজ আরও স্পষ্ট হবে। দাম্পত্য জীবনে উষ্ণতা আসবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে।
/anm-bengali/media/media_files/2024/12/18/1000128410.jpg)
কর্কট (Cancer): কাজের চাপ বাড়তে পারে। অফিসে পুরনো কোনও ভুল আজ সামনে আসতে পারে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন।
সিংহ (Leo): প্রেমের ক্ষেত্রে আজকের দিন শুভ। নিজের প্রতিভা দিয়ে সহকর্মীদের মুগ্ধ করবেন। অর্থভাগ্য অনুকূল।
কন্যা (Virgo): পারিবারিক বিষয়ে নতুন আলোচনা হতে পারে। কাজের জায়গায় হঠাৎ দায়িত্ব বাড়বে। নিজের সিদ্ধান্তে অটল থাকুন।