সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে, ক্ষতবিক্ষত মৃতদেহের লাইন

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-07-12 at 08.25.30

নিজস্ব সংবাদদাতা: সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত রানিসরাই এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের। জানা যাচ্ছে, একটি স্করপিও গাড়ি খড়্গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উড়িষ্যা-খড়গপুর সড়কে চলে আসে স্করপিও গাড়িটি। সঙ্গে সঙ্গে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনায় গাড়ির মধ্যে থাকা চারজনের মৃত্যু হয়। বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে বের করে দুর্ঘটনাগ্রস্তদের। মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি, তবে তাদের বাড়ি বর্ধমান জেলায় বলে জানা গিয়েছে। লরির চালককে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।