বেলদায় পরিত্যাক্ত বাড়িতে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

শুরু রাজনৈতিক তরজা। 

author-image
Aniket
New Update
WhatsApp Image 2025-07-12 at 07.00.22

নিজস্ব প্রতিনিধি: বেলদা থানার হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের কুলাসেনি গ্রামে এক ব্যাক্তির পরিত্যক্ত বাড়ি পরিষ্কার করার সময় কিছু একটা আওয়াজ আসে। যা এলাকাবাসীরা শুনতে পায়। আর বিজেপি অভিযোগ করেছে তৃণমূল কর্মীর পুরানো বাড়িতে বিস্ফোরণ হয়েছে। যদিও ওই অভিযোগ মিথ্যে বলে দাবি করে তৃণমূল। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "প্রাথমিক তদন্তে এ রকম কিছু উঠে আসেনি। এসডিপিও, আইসি, ওসি, সিআই ওখানে উপস্থিত রয়েছেন। তদন্ত করেছেন। বোমা বিস্ফোরণ হলে প্রাথমিক তদন্তে যে জিনিসগুলো পাওয়া যায়, যেমন দেওয়ালে দাগ, গর্ত, সুতলি, গন্ধ, এসব কিছু পাওয়া যায়নি। অদ্ভুতভাবে বাড়িটা পরিত্যক্ত হয়েছে।‌ ওখানে তৃণমূলের একটি নতুন পতাকা রাখা হয়েছে। এটা কোনও প্লট (সাজানো) করা হচ্ছে কি না, কোনও উদ্দেশ্য রয়েছে কি না, এর পিছনে কী কারণ রয়েছে, তদন্তে সে সব খতিয়ে দেখা হচ্ছে।"

শুক্রবার দুপুরে ওই এলাকায় পরিত্যক্ত বাড়ি পরিষ্কারের জন্য শ্রমিক লাগিয়েছিল স্বপন মেইকাপ নামে এক তৃণমূল কর্মী। স্থানীয় সমবায়ের একজন সদস্য স্বপন। বাড়ির এসবেস্টর খোলার সময় শব্দ হয় বলে অভিযোগ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার ওসি, এসডিপিও, সিআই এর নেতৃত্বে পুলিশ বাহিনী। পুরো এলাকা সরজমিনে ঘুরে দেখেন। বিজেপি জেলা সহ সভাপতি রমা প্রসাদ গিরি বলেন, "স্বপন মেইকাপ তৃণমূল নেতা, গোপনে সমবায় নির্বাচন করিয়েছে। বোমা মজুত রাখা হয়েছিল। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছি। সেই সাথে সমবায়ে দুর্নীতির তদন্তের দাবি জানাচ্ছি।" এদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি সুকুমার জানা বলেন, "বিজেপি হালে পানি পাচ্ছে না। তাই বিস্ফোরণের অভিসন্ধি মিথ্যে। তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। ওখানে বিস্ফোরণের কোন বর্জ্য পদার্থ পাওয়া যায়নি। স্বপন মেইকাপ তৃণমূলের সক্রিয় কর্মী, তাই তার নামে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে"।