শনিবার কাকে দিচ্ছে গ্রহেরা সবুজ সংকেত?

কার জীবনে আসছে বাধা, কার কাছে খুলবে নতুন দরজা। রাশিফল বলছে, কেউ পেতে পারেন সাফল্যের হাতছানি, আবার কেউ পড়তে পারেন মানসিক চাপে।

author-image
Jaita Chowdhury
New Update
fe

নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষীরা জানাচ্ছেন, গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলাচ্ছে জীবনের গতি। তাই প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ভাবনা-চিন্তা করে। আজকের দিনটা আপনার কেমন যাবে, সেটা যেমন রাশির উপর নির্ভর করে, তেমনই নির্ভর করে আপনার কর্মে।  

horoscope (3)

তুলা: অর্থভাগ্য যথেষ্ট শুভ। কেনাকাটা বা বিনিয়োগের জন্য অনুকূল দিন। 

বৃশ্চিক: সৃজনশীল কাজে সাফল্য। প্রতিভা প্রকাশের ভালো সুযোগ আসতে পারে।  

ধনু: শুভ যাত্রার যোগ রয়েছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে।  

মকর: অফিসে কেউ বাধা সৃষ্টি করতে পারে। সতর্কতা অবলম্বন জরুরি।  

কুম্ভ: নতুন যোগাযোগ থেকে উপকার মিলবে। প্রেমিকের সঙ্গে মান-অভিমান মিটে যেতে পারে।  

মীন: নিজের সিদ্ধান্তে ভরসা রাখুন। সময় ধীরে ধীরে অনুকূলে আসবে।