রেললাইনেই ঝান্ডা হাতে নেমে পড়লেন ধর্মঘটীরা! হুগলি স্টেশনে থমকে গেল হাওড়াগামী ট্রেন, যাত্রীর সঙ্গে তীব্র বচসা

ধর্মঘটীরা হুগলিতে আটকে দিল হাওড়াগামী ট্রেন

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটকে সফল করতে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছড়াল হুগলির পুড়শুড়া ও হুগলি স্টেশনে। পুড়শুড়ায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে পথে নেমে পতাকা হাতে প্রধান সড়ক অবরোধ করলেন বাম শ্রমিক সংগঠনের সদস্যরা। এই অবরোধের জেরে রাজ্য সড়কের একাংশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যার জেরে চরম সমস্যায় পড়েন অফিসযাত্রী ও সাধারণ মানুষ।

পুড়শুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বাম কর্মী-সমর্থকরা পুলিশের অনুরোধ মানতে নারাজ ছিলেন। তাঁরা রীতিমতো স্লোগান তুলে, ব্যানার-পতাকা হাতে রাস্তায় বসে পড়েন এবং জোরদার বিক্ষোভ চালিয়ে যান।

porshura

অন্যদিকে, হুগলি স্টেশনে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দিয়ে রেললাইনে নেমে পড়েন ধর্মঘট সমর্থকেরা। প্রায় দশ মিনিট ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়। এক যাত্রীর সঙ্গে ধর্মঘটীদের বচসাও বাঁধে, যা ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অবরোধকারীদের সরিয়ে দেয়। বচসায় জড়িয়ে পড়া যাত্রীকেও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এই ধর্মঘট ঘিরে রাজ্যের একাধিক স্থানে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ ও উত্তেজনা, যা রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে।