New Update
/anm-bengali/media/media_files/r4TBuqESL6SGHDc6BiSo.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিরন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "নির্বাচন কমিশন ২০২৪-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ভারত জুড়ে ৪০০ আসন পার করতে আর পশ্চিমবঙ্গে চোর, তোলাবাজ, মহিলাদের প্রতি অত্যাচারী, মিথ্যাচারী তৃণমূল কংগ্রেসকে প্রতিটি বুথে পরাস্ত করে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে আমরা তৈরি!
আমার লোকসভা কেন্দ্র ঘাটাল ও পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছে নিবেদন, আশীর্বাদ করুন, সঙ্গে থাকুন! "
নির্বাচন কমিশন ২০২৪-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ভারত জুড়ে ৪০০ আসন পার করতে আর পশ্চিমবঙ্গে চোর, তোলাবাজ, মহিলাদের প্রতি অত্যাচারী, মিথ্যাচারী তৃণমূল কংগ্রেসকে প্রতিটি বুথে পরাস্ত করে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে আমরা তৈরি!
— Hiraan (@hiran_chatterji) March 16, 2024
আমার লোকসভা…
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us