/anm-bengali/media/media_files/2025/07/24/whatsapp-2025-07-24-15-31-35.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস এবার একেবারে মিলে গেল অক্ষরে অক্ষরে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। ঘণ্টার পর ঘণ্টা টানা বৃষ্টিতে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে একাধিক নিম্নাঞ্চলে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী দু’দিন পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই তার ইঙ্গিত স্পষ্ট। কালো মেঘে ছেয়ে যায় আকাশ, ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে তুমুল বৃষ্টি।
জেলার কৃষকদের মধ্যে এই বৃষ্টিকে ঘিরে যেমন স্বস্তি, তেমনই বাড়ছে আতঙ্কও। অতিবৃষ্টির ফলে পাকা ধান ও শাকসবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন বহু কৃষক। সেই সঙ্গে বৃষ্টির জেরে জল জমে যাওয়ার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জেলা প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। সমস্ত ব্লক অফিস এবং পঞ্চায়েত স্তরে সতর্কবার্তা পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us