মুষলধারে বৃষ্টিতে পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্র প্লাবিত, পরিষেবা চললেও সংক্রমণের আশঙ্কা বাড়ছে

পানাগড়ে প্রবল বৃষ্টিতে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-22 at 2.40.45 PM

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতভর টানা মুষলধারার বৃষ্টির কারণে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। স্বাস্থ্যকেন্দ্রের প্রায় সব বিভাগে জল জমে যাওয়ায় রোগী, তাঁদের আত্মীয়-পরিজন এবং চিকিৎসকরাও ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, চতুর্দিক জলে থইথই করছে। হাসপাতালের ভেতরের করিডর, আউটডোর এবং ইনডোর ওয়ার্ড সবখানেই একই চিত্র। ফলে রোগীদের চলাফেরা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অনেকেই প্লাস্টিক বা ইটের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হাসপাতালের সামনে জমে থাকা নোংরা জলে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ, যা রোগীদের ও তাদের পরিবারের জন্য বড় বিপদ সৃষ্টি করছে।

anagarh

রোগীর পরিবার অভিযোগ করেছেন, “এমন পরিস্থিতিতে চিকিৎসা করাতে আসা মানে আরও বড় ঝুঁকি। ভেতরে ঢুকতেও ভয় পাচ্ছি। কোথাও বসার জায়গা নেই, সব জায়গায় জল। আমরা চরম সমস্যার মধ্যে আছি।”

চিকিৎসকরাও স্বীকার করেছেন যে সমস্যা হচ্ছে, তবে তাঁরা নিশ্চিত করেছেন, পরিষেবা আপাতত অব্যাহত রয়েছে। এক চিকিৎসক জানিয়েছেন, “রোগীরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তার জন্য আমরা চেষ্টা করছি। তবে পরিস্থিতি সত্যিই কঠিন।”