বেপরোয়া গতির বলি হায়না! ব্যাপক চাঞ্চল্য শিল্প শহরে...

সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির সন্ধানেও তল্লাশি চালানো হবে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
v7790i0p

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি বড় আকারের বন্যজন্তু। এলাকায় সেই খবর ছড়িয়ে পড়তেই জমে যায় ভিড়। পরে তারা বুঝতে পারেন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হিংস্র হায়নার। বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর ৮নং ওয়ার্ডের অ্যাটারিয়াল রোড এলাকায়। 

মৃত হয়নাটিকে উদ্ধার করে পাশের বস্তিতে নিয়ে যায় স্থানীয়রা। তারপরেই ভিড় জমে চরম। খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গেছে, এই হায়নাটি পূর্ণবয়স্ক। 

vsrhjkol

এই জঙ্গলে রয়েছে হায়না ও একাধিক বিরল প্রজাতির জীবজন্তু। তবে কি গাড়িতে ধাক্কা মেরেছে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির সন্ধানেও তল্লাশি চালানো হবে। 

মামনি বাস্কে নামের স্থানীয় এক মহিলা বলেন, “আমরা মাঝেমধ্যেই এই রকম জন্তু দেখতে পায়। কিন্তু কি জন্তু আমরা বুঝতে পারি না। আমরা ভাবতাম শিয়াল। আজ বুঝতে পারলাম এটা হিংস্র হায়না। মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হল। আমাদের এলাকার পাশেই রয়েছে জঙ্গল। সেই জঙ্গলে আরো এরকম জন্তু থাকতে পারে। আমাদের ছেলেমেয়েরাও জঙ্গলের ধারে খেলা করে। সেই জন্য বনদপ্তর আর পুলিশকে নজরদারি বাড়াতে হবে”।

vxfgghjjk

দুর্গাপুর বনদপ্তরে কর্মী সুমন দেব মল্লিক বলেন, “আমরা খবর পেয়ে পৌঁছায়। এসে জানতে পারি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি হায়নার। মৃতদেহ উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যাওয়া হবে। ময়না তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানা হবে। স্থানীয়দের দাবি মত এলাকাতেও বনদপ্তরের কর্মী যাতে মোতায়েন হয় সেজন্য আধিকারিকদের জানানো হবে”।