New Update
/anm-bengali/media/media_files/lRnf3R4kOnlXbq230ATj.jpg)
ভাদুর গ্রাম ঘুরে দেখলেন রাজ্যপাল
হরি ঘোষ, অনডাল : অন্ডালের ভাদুর গ্রাম ঘুরে দেখে খুশি রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বাঁকুড়া থেকে দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নামেন রাজ্যপাল, এরপর বিমান বন্দরের বাইরে রাজ্যপালকে অভিবাদন জানায় আসানসোল দুর্গাপুর পুলিশের কুচকাওয়াজ টিম। এরপর অন্ডালের ভাদুর গ্রামে রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠীর বিশেষ বিপণনী সেন্টার কর্মতীর্থ ঘুরে দেখেন। অন্ডাল বিমান বন্দর থেকে বিকেল পৌনে পাঁচটা নাগাদ রাজ্যপাল ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ফের গার্ড অফ ওনার দেওয়া হয় রাজ্যপালকে। বিমান বন্দরে দাঁড়িয়ে তিনি বলেন যে অনেক মেধা আছে এখানে। তাকে কাজে লাগাতে পারলে ভালো হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us